পশ্চিমবঙ্গহেডলাইন
তৃণমুল ছেড়ে বিজেপিতে যোগ দিল ৩০টি পরিবার

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লক জুড়ে চলছে দল বদলের হিড়িক। বুধবার কুমারগ্রাম ব্লকের রায়ডাক গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমুল সমর্থক ৩০টি পরিবার যোগ দিল বিজেপিতে। তৃণমুলের বুথ সভাপতি নারায়ন ছেত্রীর নেতৃত্বে এই পরিবারগুলি বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি বিজেপি নেতৃত্বের। তৃণমূল নেতাদের স্বৈরাচারী মনোভাব ও দুর্নীতিগ্রস্ততা মেনে নিতে না পেরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বলে তাঁরা জানান।
[আরও পড়ুন- কাটোয়ায় বিজেপির সাংবাদিক সম্মেলন]
দলবদল কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সহ সভাপতি বিপ্লব সরকার, জেলা সম্পাদক মনোজ কুমার ওঁরাও, কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রে বিজেপির সহ সংযোজক কৃষ্ণা ছেত্রী ও দলের অন্যান্য নেতৃবৃন্দ। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিপ্লব সরকার ও মনোজ কুমার ওঁরাও।