fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

শেয়ালের কামড়ে জখম ৩০, আতঙ্কে চারটি গ্রাম কয়েকশো পরিবার

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: শেয়ালের আতঙ্কে ঘুম কেড়েছে গ্রামবাসীদের বসিরহাট মহাকুমার হাড়োয়া ব্লক পিয়ারা আদমপুর আটঘরা ভিঘের‌আটির সব গ্রামে। দিনে রাত্রে অতর্কিত শেয়ালের হামলা। কখনও বাড়ির বারান্দায় উঠে কামড়ে পালাচ্ছে, আবার কখনও গ্রামের রাস্তায় বেরোলে ছুটে এসে কামড়ে দিচ্ছে। ইতিমধ্যে মহিলা ও বয়স্ক মিলে মোট ৩০ জনকে শিয়ালে কামড়াইছে গত তিনদিনে কাউর হাতে-পায়ে আবার কারুর বাড়ির বারান্দায় বসে থাকলে ছুটে এসে গলায় কামড় দিচ্ছে।  তার মধ্যে ১৫ জন হাড়োয়া ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদেরকে শেয়ালের প্রতিষেধক ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সব মিলিয়ে এই চারটি গ্রামের মানুষের চোখেমুখে আতঙ্কের ছাপ।

এমনকী বাজার করতে বেরলে ভয় পাচ্ছে গ্রামের মানুষ। পাশাপাশি নিজেদের ছেলেমেয়েদের গৃহশিক্ষকের কাছে পড়াতে নিয়ে যেতে পাচ্ছে না ঘরবন্দী করে রাখছে। সব মিলিয়ে দিনের বেলায় শিয়ালের তান্ডব যদিও একটু কম হলে‌ও, দিনের শেষে সন্ধ্যা নামতেই তান্ডব বেড়ে যাচ্ছে শেয়ালের। তাই আতঙ্কে গ্রামবাসীরা ইতিমধ্যে বনদফতর কে খবর দেওয়া হয়েছে হাড়োয়া পঞ্চায়েত এর পক্ষ থেকে। সব মিলিয়ে শেয়ালের আতঙ্কে দিন কাটাচ্ছে এই চারটি গ্রামের কয়েকশো পরিবার।

Related Articles

Back to top button
Close