কাটোয়ায় আটক ৩৪ পরিযায়ী শ্রমিক
দিব্যেন্দু রায়, কাটোয়া: সোমবার কাটোয়ার দুই পৃথক জায়গা থেকে ৩৪ জন পরিযায়ী শ্রমিককে আটক করল কাটোয়া থানার পুলিশ । তাঁদের মধ্যে ২২ জনের একটি দলকে বাঁদরা রেলগেটের কাছে আটক করা হয় । বাকি ১২ জনের অপর দলটিকে আটক করা হয় কাটোয়ার গোয়াই গ্রামের কাছে।
মুর্শিদাবাদ জেলার বাসিন্দা পরিযায়ী শ্রমিকের দল দুটিকে প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে এসে স্বাস্থ্যপরীক্ষা করায় পুলিশ । শেষে খাওয়াদাওয়া করিয়ে গাড়ি করে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
জানা গেছে, এদিন বর্ধমান-কাটোয়া সড়কপথ ধরে কাটোয়ার দিকে আসছিল ১১জন মহিলা ও দু’জন শিশুসহ ২২ জনের একট দল । বাঁদরা রেলগেটের কাছে এলে রেলপুলিশ দলটিকে আটকে কাটোয়া থানায় খবর দেয়। পরে কাটোয়া থানার পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তাঁদের বাড়ি মুর্শিদাবাদ জেলায়। পুর্ব বর্ধমান জেলায় মন্তেশ্বর থানার কুসুমগ্রামে আলু তোলার কাজ করতে এসেছিল তাঁরা। বোরো ধান তোলার কাজ সেরে বাড়ি ফেরার কথা। কিন্তু লক ডাউনের কারনে বোরো ধান তোলার কাজ বন্ধ হয়ে যায় । তাই তারা বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে লক ডাউনের জেরে বন্ধ যানবাহন চলাচল। তাই পায়ে হেঁটেই বাড়ি ফিরছিল তাঁরা । অন্যদিকে কাটোয়ায় গোয়াই গ্রামের কাছে এদিন ১২ জন পরিযায়ী শ্রমিককে আটক করে পুলিশ। তারা কালনার সমুদ্রগড় থেকে হেঁটে মুর্শিদাবাদের সাগরদিঘির যাচ্ছিল বলে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে পুলিশ।