পোল্যান্ড সীমান্তের কাছে রুশ হামলায় নিহত ৩৫, আহত ১৩৪

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ রুশ হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫। পোল্যান্ড সীমান্তের কাছে পশ্চিম ইউক্রেনের ইয়াভোরিভ সামরিক ঘাঁটিতে রাশিয়ান সেনা হামলায় চালায়। লিভভ এর আঞ্চলিক গভর্নর ম্যাক্সিম কজিতস্কি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিমান হামলায় সেনা ঘাঁটিতে আহত হয়েছেন ১৩৪ জন। সাংবাদিকদের দেওয়া বিবৃতিতে গভর্নর ম্যাক্সিম কজিতস্কি বলেন, হামলায় সামরিক ঘাঁটিতে আগুন লেগে যায়। সেখানে অন্তত ৩০টি রকেট হামলা চালিয়েছে রুশ বাহিনী। জানা যায় রুশ সেনা আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে।
ইয়াভোরিভ সামরিক ঘাঁটি ন্যাটো সদস্য পোল্যান্ডের সীমান্ত থেকে ২৫ কিলোমিটারের চেয়েও কম দূরত্বে। তবে ঘাঁটির কী কী ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা ক্ষেপণাস্ত্রগুলো ঠিক কোথায় আঘাত হেনেছে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
রুশ হামলায় ৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে আগ্রাসন শুরুর পর থেকে বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ করার সব অভিযোগই তারা অস্বীকার করে এসেছে। রুশ বাহিনীর ঘেরাওয়ের মধ্যে থাকা শহরগুলো থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে ব্যর্থতার জন্য উল্টো ইউক্রেইন সরকারকেই তারা দায়ী করে আসছে।
এদিকে ফ্রান্স বলেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি স্থাপনের জন্য প্রস্তুত নন, সেটাই তিনি দেখাচ্ছেন।
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের বাহিনী রাশিয়ান ট্যাক্টিক্যাল গ্রুপের ৩১টি ব্যাটালিয়নকে ‘নিস্ক্রিয় করার’ পর মস্কো নতুন করে সৈন্য পাঠাচ্ছে। তার ভাষায়, গত কয়েক দশকের মধ্যে রুশ বাহিনীকে এত বেশি ক্ষতির মুখে আর পড়তে হয়নি।
যুদ্ধের এই ১৭ দিনে ১৩০০ ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে।