পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে ৪টি দামি গাড়ি উধাও

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: সদ্য তৃণমূলের সব পদ সহ মন্ত্রিত্ব থেকে অপসারিত হওয়া পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে চারটি দামি গাড়ি উধাও হয়ে গিয়েছে। রাজ্য-রাজনীতিতে টালমাটাল পরিস্থিতিতে এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
ইডি সূত্রের খবর, অর্পিতার টালিগঞ্জের ডায়মন্ড সিটি আবাসনের ফ্ল্যাটে মোট পাঁচটি বিলাসবহুল গাড়ি ছিল। শুক্রবার সকালে হঠাৎ করেই চারটি গাড়ি ‘উধাও’ হয়ে যায়। ইডি সূত্রে জানা গেছে, ‘উধাও’ হওয়া গাড়িগুলোর মধ্যে ছিল একটি মার্সিডিজ-বেঞ্জ, একটি অডি, একটি হোন্ডা সিটি এবং একটি হোন্ডা সিআর-ভি। প্রতিটি গাড়িই বেশ দামি। এদিকে গতকালই জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থ জানান, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। সব পরে জানতে পারবে। কে বা কারা ষড়যন্ত্রের পিছনে আছেন সেই সম্পর্কে তিনি কিছুই বলেননি। এক ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েই ইএসআই হাসপাতাল ছাড়েন পার্থ চট্টোপাধ্যায়।