fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

আলিপুরদুয়ারে একই পরিবারের ৪ জনের রহস্য মৃত্যু

হিতৈষী দেবনাথ, আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ার ২ ব্লকের উত্তর চিকলিগুড়ি এলাকার একই পরিবারের চারজনের রহস্যমৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শুক্রবার রেলে কেটে একজন ব্যক্তি আত্মহত্যা করেন ( পিংকু পাল)। কিন্তু আত্মহত্যার পর তার পরিবারের বাকি ৩ জন নিখোঁজ ছিলেন।

 

 

শনিবার পিংকু পালের দুই মেয়ের মধ্যে এক মেয়ের মৃতদেহ উদ্ধার হয় রায়ডাক নদী থেকে। স্ত্রী জয়ন্তী রায়ের (৩৫) মৃতদেহ পাওয়া গিয়েছে রায়ডাক নদীতে বক্সির হাট এলাকায়, ছোট মেয়েরও খোজ চলছে। এলাকার বাসীন্দাদের প্রাথমিক অনুমান মানসিক অবসাদের জেরেই হয়তো এই হত‍্যাকান্ড ঘটিয়ে, পিংকু পাল নিজেই আত্মঘাতী হয়েছেন। ঘটনাস্থলে তদন্তে পৌঁছেছে শামুকতলা থানার অন্তর্গত ভাটিবাড়ী ফাঁড়ির পুলিশ। ভাটিবাড়ী ফাঁড়ির ওসি পার্থ বর্মণ জানান, আজই দুইটি পৃথক স্থানে পরিবারের একজন মহিলার মৃতদেহ, সেইসঙ্গে বড় মেয়ের (১৩) দেহ উদ্ধার হয়েছে। সেইসঙ্গে সিভিল ডিফেন্স কর্মীদের তৎপরতায়, ছোট মেয়ের খোঁজ চলছে রায়ডাক নদীতে। সেইসঙ্গে গোটা ঘটনার তদন্ত চলছে।

Related Articles

Back to top button
Close