fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

জামালপুরে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৪ দুষ্কৃতি গ্ৰেফতার

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: পুলিশি অভিযানে ধরা পড়লো সড়ক পথে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া চার দুষ্কৃতি। শনিবার রাতে পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ ২ নম্বর জাতীয় সড়কে আবুজহাটি এলাকা থেকে তাদের গ্ৰেফতার করে। ধৃতদের নাম রাহুল মণ্ডল, বুলবুল মণ্ডল, আকাশ দাস ও আব্দুল মসিম। এদের মধ্যে রাহুলের আদি বাড়ি নদিয়ার করিমপুরে হলেও বর্তমানে সে জামালপুরের সেলিমাবাদে থাকে। অপর ধৃত বুলবুলের বাড়ি নদিয়ারই ধুবুলিয়ায়। বাকি দুই ধৃত হুগলির পোলবা থানা এলাকার বাসিন্দা।

পুলিশের দাবি দুষ্কৃতি দলে আরও কয়েকজন ছিল। তারা পুলিশ দেখে পালিয়ে যায়। যে চার জনকে ধরা হয়েছে তাদের কাছ থেকে তরোয়াল, ছুরি, লোহার রড, নাইলনের দড়ি ও লঙ্কা গুঁড়োর প্যাকেট উদ্ধার হয়েছে। ধৃতরা যে নম্বর প্লেটহীন গাড়িতে চেপে এসেছিল সেটি বাজেয়াপ্ত করা হয়েছে । ধৃত দুষ্কৃতিদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জেনেছে জাতীয় সড়ক ধরে যাতায়াত করা গাড়ি দাঁড় করিয়ে ডাকাতির পরিকল্পনা নিয়েই তারা সেখানে জড়ো হয়েছিল। রবিবার ধৃতদের পেশ করাহয় বর্ধমান আদালতে। ভারপ্রাপ্ত সিজেএম ধৃতদের ৪ সেপ্টেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Related Articles

Back to top button
Close