বিজেপি, নির্দল সহ প্রায় ৪০০ জনের তৃণমুলে যোগদান

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার বিজেপি ও নির্দলের প্রায় ৪০০ জন তৃণমুলে যোগদান করেছে। এমনই দাবি করেছে তৃণমূল। সোমবার গোপীবল্লভপুরের তপশিয়া অঞ্চলের বিজেপি ও নির্দলের নেতাকর্মীরা অনুষ্ঠানিক ভাবে তৃণমুলে যোগদান করেন। তপশিয়ায় দলীয় কার্যালয়ের সামনে দল ত্যাগীদের হাতে তৃণমুলের দলীয় পতাকা তুলে দেন তপসিয়া ৩ নং অঞ্চলের অঞ্চল সভাপতি নিরঞ্জন দাস। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্যা সুজলা তরাই, তপশিয়া অঞ্চলের প্রধান সুষমা সিং সহ একাধিক তৃণমুলের নেতা-কর্মীরা।
এদিন বিজেপি ও নির্দলের নেতাকর্মীদের হাতে দলীয় পতকা তুলে দিয়ে তপসিয়া অঞ্চলের অঞ্চল সভাপতি নিরঞ্জনের দাস বলেন “বিজেপি রান্নার গ্যাস, ডিজেল, পেট্রোলের দাম বাড়িয়ে চলছে। এলাকায় কোনও উন্নয়ন করেনি বিজেপি সরকার। তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে বিজেপি ও নির্দল ছেড়ে তৃণমুলে যোগদান করলাম।”