বাস লড়ির সংঘর্ষে ব্রাজিলে হত ৪১ জন শ্রমিক!

তাগুয়াইঃ ব্রাজিলে বাস ও লড়ির ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৪১ জন টেক্সটাইল শ্রমিক। যারা কর্মস্থল থেকে বুধবার সকালে বাসে করে বাড়ি ফিরছিলেন। পথের মাঝেই, পাওলো শহরের ২১৭ মাইল পশ্চিমে তাগুয়াই পৌরসভায় তাঁরা একটি লড়ির মুখোমুখি হন। আর ভয়াবহ এই সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান ৩৭ জন। মারাত্মক আহত অবস্থায় বাকি ১৪ জনকে হাসপাতালে নিয়ে আসার পর, আরও ৪ জন প্রাণ হারান। তবে, আহত বাকি ১০ জনের অবস্থাও আশঙ্কাজনক। এদিকে, সাও পাওলো রাজ্যের স্বাস্থ্যসচিব জেন গোরিঞ্চিন জানিয়েছেন, ‘এই পরিস্থিতিতে রক্তের খুব প্রয়োজন। কিন্তু মহামারী করোনার কারণে আমাদের ব্লাডব্যাংক প্রায় শূন্য।’
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধারকারীরা এসে দেখতে পান; সর্বত্র মানুষের ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা কাচের গুঁড়ি, দুই গাড়ির বিভিন্ন অংশ। তবে, নিহতদের মধ্যে কারা বাসের যাত্রী ছিলেন আর কারা লড়ির আরোহী ছিলেন তা বলা অসম্ভব। তবে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। একই কথা বলেছেন, সাও পাওলোর গভর্নর জোও ডোরিয়া। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ‘ভয়াবহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার, আত্মীয়-স্বজন এবং বন্ধুবান্ধবের প্রতি সমাবেদনা জ্ঞাপন করছি।’
উল্লেখ্য, সাও পাওলো রাজ্যের পশ্চিমে অবিস্থিত তাগুয়াই। এটি ব্রাজিলের সর্ববৃহৎ শহর এবং বাণিজ্যিক রাজধানী, যেখানে বুধবার সকালে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। তবে ব্রাজিলে সড়ক দুর্ঘটনার একটা ট্রেন্ড আছে, যা বর্তমানে নিয়মিত ‘ট্র্যাজেডি’ হয়ে দাঁড়িয়েছে। তথ্য বলছে, গত বছরই ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৩৩২ জন মানুষ।