fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক! নিষিদ্ধ হল আরও ৪৩ টি চিনা অ্যাপস

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক:  ফের চিনা অ্যাপে কোপ ৷ জাতীয় সুরক্ষার জন্য বিপজ্জনক ৷ অ্যাপগুলির মাধ্যমে হতে পারে তথ্য চুরি ৷ আইটি অ্যাক্টের ৬৯এ ধারা অনুযায়ী ভারতে নিষিদ্ধ বলে ঘোষণা করা হল এই অ্যাপগুলি ৷ এই ব্যান অ্যাপগুলির তালিকায় রয়েছে, আলিবাবা সংস্থার আলিএক্সপ্রেস, ক্যামকার্ড, স্ন্যাক ভিডিওর মতো অ্যাপ ৷

Related Articles

Back to top button
Close