বাঁকুড়ার কোতুলপুর থানায় বড়োসড়ো সাফল্য, চুরি হওয়া ৪৩টি মোটরবাইক উদ্ধার

অতনু রায়, বাঁকুড়া: চুরি হওয়া ৪৩টি মোটরবাইক উদ্ধার করল বাঁকুড়া জেলার কোতুলপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, কয়েকমাস আগে নাকা চেকিং এর সময় একটি মোটর বাইক আরোহীকে সন্দেহ হওয়ায় পুলিশ দার করিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে জানতে পারা যায় এই রকম অনেক বাইক আছে এগুলি বিভিন্নভাবে চুরি হয়ে বিক্রি হচ্ছে। এরপর তদন্তে নেমে কোতুলপুর থানার পুলিশ মোটরবাইক চোরের পান্ডা সহ বেশ কয়েকজনকে আটক করে। তদন্তের মাধ্যমে পুলিশ জানতে পারে বেশিরভাগ বাইকগুলি চুরি হয়েছিল পশ্চিম মেদনীপুর ও পূর্ব মেদিনীপুর থেকে।
এখনও পর্যন্ত আটটি বাইক উপযুক্ত প্রমান সহ প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর। বাইক মালিকেরা তাদের চুরি হওয়া বাইক পেয়ে খুশি। বিষ্ণুপুরের এসডিপিও প্রিয়ব্রত বক্সী তিনি জানান, বাকি বাইকগুলি উপযুক্ত কাগজ ও কোর্টের অর্ডার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্রতিটি বাইক প্রকৃত মালিকের হাতে তুলে দেব।” অক্লান্ত পরিশ্রমের পরে চুরি হওয়া বাইক আসল মালিকদের হাতে তুলে দিতে পেরে খুশি কোতুলপুর থানার ওসি মানস চ্যাটার্জি।