fbpx
আন্তর্জাতিক

ফ্লোরিডায় ঘূর্ণিঝড় ইয়ানের আঘাতে মৃত ৪৫

যুগশঙ্খ,  ওয়েবডেস্ক :ঘূর্ণিঝড় ইয়ানে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অঙ্গরাজ্যে। মৃত কমপক্ষে ৪৫। ঘূর্ণিঝড় ইয়ান ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে শুক্রবার ফ্লোরিডার মূল ভূখণ্ড থেকে দূরে সরে যায়।

গতকাল শুক্রবার বিকেলে দক্ষিণ ক্যারোলিনার জর্জটাউনের কাছে ঝড়টি মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিতীয় স্থলভাগে আছড়ে পড়ে।

দুই দিন আগে ইয়ান ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিম উপকূলে ক্যাটাগরি-৪ ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হানে। উপকূলের বিস্তীর্ণ এলাকায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইয়ান। ভারী বর্ষণে নজিরবিহীন বন্যা দেখা দিয়েছে এই অঙ্গরাজ্যে। ঘরবাড়ির পাশাপাশি প্রাইভেট কারও জলের তোড়ে ভেসে গেছে। জলোচ্ছ্বাসে ডাঙায় উঠে এসেছে অনেক নৌযান।

এদিকে ফ্লোরিডার ২৬ লাখ বাসিন্দা বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের। সেখানকার হারডি কাউন্টির সব বাসিন্দাই বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন।

Related Articles

Back to top button
Close