
যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ আর কয়েকদিনের অপেক্ষা। তার পরেই শুরু বহু প্রতীক্ষিত ৪৫ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু প্রস্তুতি। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করলেন গিল্ড কর্তারা। ছিলেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়। তবে এবছরের বইমেলা একটু অন্যরকম। বিশ্বের যেকোনও প্রান্ত থেকেই ঘরে বসে অংশগ্রহণ করা যাবে।পছন্দমত বইটিও কিনে নেওয়া যাবে। এই প্রথমবার ৪৫ তম আন্তর্জাতিক বইমেলায় এই বছর প্রথমবার লাইভ ওয়েবসাইট চালু হচ্ছে। এই ওয়েবসাইটে সরাসরি বইমেলার সবক’টি স্টল, প্রত্যেকটি প্রোগ্রাম ও সেমিনার অনলাইনে বসে দেখা যাবে। এমনকী ইপাসেরও ব্যবস্থা থাকছে। এই ওয়েবসাইট থেকেই ই পাস সংগ্রহ করা যাবে। বইমেলাতে প্রবেশ করতে অর্থ ব্যয় করে টিকিট কিনতে হয় না।
তবে ই পাস সংগ্রহ করলে তা স্মারক হিসেবে সারা জীবন থেকে যাবে। এমনটাই জানিয়েছেন, গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদীব কুমার চট্টোপাধ্যায়।