মুর্শিদাবাদে ২ বালক খুনের ঘটনায় গ্রেফতার ৫
কৌশিক অধিকারী, বহরমপুর: গত শুক্রবার থেকে নিখোঁজ থাকার পর রবিবার সকালে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার অন্তর্গত হিজল মাঠে দুই নাবালকের খুনের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে মোট ৫ জনকে গ্রেফতার করে। রবিবার সকালে হিজল মাঠ থেকে তানজারুল সেখ (১৪) ও মানজারুল সেখ (১৬) এর মৃতদেহ উদ্ধার হয়। তারা বহরমপুর থানার অন্তর্গত সাটুই গ্রাম পঞ্চায়েতের কাঁঠালিয়া গ্রামের বাসিন্দা। তাদের গলা কাটা অবস্থায় মৃতদেহ হয়।
পুলিশ তখনই একজনকে গ্রেফতার করে, রবিবার রাতে আরও ৪ জনকে গ্রেফতার করে। মোট ৫ জনকে গ্রেফতার করে সোমবার বহরমপুর আদালতে তোলা হয় এবং পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে মাছ ধরতে বাড়ি থেকে বের হন দুই নাবালক, কিন্তু তারপর আর বাড়ি ফিরে আসেনি। ২ দিন নিখোঁজ থাকার পর রবিবার সকালে কাঁঠালিয়া হিজল মাঠ এলাকা থেকে গলা কাটা অবস্থায় মৃতদেহ উদ্ধার করে বহরমপুর থানার পুলিশ। পারিবারিক বিবাদের জেরে ও মাছ ধরাকে কেন্দ্র করে তাদের গলা কেটে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। রবিবার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করে মোট ৫ জনকে গ্রেফতার করে।