fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

পূর্বস্থলীতে একশো দিনের কাজে আহত ৫

নিজস্ব সংবাদদাতা, কালনা: একশো দিনের কাজ করতে গিয়ে মাটির ঢিবি ভেঙ্গে পড়ায় আহত হলেন বেশ কয়েকজন শ্রমিক। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে পূর্বস্থলীর সমুদ্রগড় পন্চায়েতের চাঁপাহাটি এলাকায়। স্বাভাবিক কারণেই এমনিই এক ঘটনায় চান্চল্য ছড়ায় ওই এলাকায়।আহতদের দাবি একশো দিনের কাজ চলছিল।

সেইসময় মাটির একটি উঁচু ঢিবি কাটতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে।কাজ করার সময় বড়ো ওই ঢিবির উপরে থাকা মাটির অনেকটা অংশ কর্মরত পাঁচজন শ্রমিকের উপর পড়ে।এরপরেই জখম অবস্থায় স্থানীয় চাঁদপুর হাসপাতাল সহ কালনা হাসপাতালে তাদের  ভর্তি করা হয়।

 

Related Articles

Back to top button
Close