fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

ভাতারে ধৃত ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৫ দুষ্কৃতী

দিব্যেন্দু রায়, ভাতার: ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৫ দুস্কৃতীকে গ্রেফতার করল ভাতার থানার পুলিশ। ধৃতদের নাম মান্তু দাস, উত্তম দাস, নব দাস, সন্ন্যাসী দাস এবং সঞ্চিত দাস। ধৃতদের মধ্যে প্রথম ৪ জনের বাড়ি ভাতার থানার নাসিগ্রামে। সঞ্চিত কুলনগর গ্রামের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে ভোজালি, লাঠি, দড়ি, শাবল প্রভৃতি ডাকাতির সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয়।

পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার ভোরে গোপন সূত্র থেকে পুলিশের কাছে খবর আসে ভাতারের নাসিগ্রামে ভাতার-মালডাঙ্গা রোডের পাশে একটি পরিত্যক্ত চালকলের কাছে কয়েকজন সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে‌। ভাতার থানার পুলিশের একটি দল সেখানে গিয়ে দেখতে পায় ৯-১০ জন সেখানে জড়ো হয়ে রয়েছে। পুলিশ কাছাকাছি যেতেই তারা পালানোর চেষ্টা করে। তখন পুলিশ তাদের পিছু ধাওয়া করে। বাকিরা পালাতে সক্ষম হলেও পাঁচজনকে ধরে ফেলে পুলিশ। তারপর পুলিশ তল্লাশি চালালে ধৃতদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, বাকিদের সন্ধান চালানো হচ্ছে।

Related Articles

Back to top button
Close