fbpx
দেশহেডলাইন

কেরলের কোল্লামে নিট পরীক্ষায় অন্তর্বাস কাণ্ডে গ্রেফতার ৫ মহিলা

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: নিট পরীক্ষায় অন্তর্বাস কাণ্ডে গ্রেফতার পাঁচ মহিলা। জোর করে অন্তর্বাস খুলতে বাধ্য করার জন্য তাদের গ্রেফতার করা হয়েছে। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার আগে ছাত্রীদের অপমানজনক পরীক্ষা নিরীক্ষার বিষয়ে পুলিশ এখন অবধি তিনটি অভিযোগ পেয়েছে।তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ওই ছাত্রীর বাবাই প্রথম পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়েছিলেন। ক্রমশই ঘটনা ঘিরে চাঞ্চল্য তৈরি হয়। এক ছাত্রীর বাবা সাংবাদিকদের সামনে জানান, তাঁর মেয়ে এই প্রথমবার নিট পরীক্ষা দিচ্ছে। তিন ঘণ্টারও বেশি সময় ধরে অন্তর্বাস ছাড়া পরীক্ষায় কারণে তার যে মানসিক অবস্থা তৈরি হয়েছিল, তার থেকে সে এখনও বেরিয়ে আসতে পারেনি।

এদিকে ঘটনায় কোল্লামের NEET কেন্দ্রের সুপারিনটেনডেন্ট-এর বক্তব্য অভিযোগটি ভুল উদ্দেশ্য নিয়ে দায়ের করা হয়েছে।

সোমবার এই বিষয়টি নিয়ে বিতর্ক দেখা দেয়। ছাত্রীর বাবা অভিযোগ করেন, পরীক্ষার কেন্দ্র মার থমা ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে পরীক্ষার্থীদের নিরাপত্তা পরীক্ষা চলাকালীন অন্তর্বাসের ধাতব হুকগুলি ডিটেক্ট করে সতর্কতামূলক আওয়াজ শুরু হয়ে যায়। এর পরেই ওই পরীক্ষার্থীকে অন্তর্বাস খুলতে বলা হয়। “আপনার ভবিষ্যত বেশি গুরুত্বপূর্ণ নাকি অন্তর্বাস? খুলে ফেলুন তাড়াতাড়ি, আমাদের সময় নষ্ট করবেন না,” ছাত্রীকে এমনটাই বলেন নিরাপত্তাকর্মীরা, দাবি ছাত্রীর বাবার। তাঁর অভিযোগ, “৯০ শতাংশ ছাত্রীদেরই অন্তর্বাস খুলে স্টোররুমে রাখতে হয়েছিল।”

ওইদিন ওই কেন্দ্রে পরীক্ষা দিতে আসা ৯০ শতাংশ কিশোরীকেই অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়। ছাত্রীরাও একই কথা জানিয়েছে। এমনকি কয়েকজন ছাত্রী এও জানিয়েছে, পরীক্ষার সময় তারা লজ্জা ঢাকতে তাদের লম্বা চুল সামনে টেনে নিয়ে পরীক্ষা দেয়। কারণ হলে ছাত্ররাও তাদের সঙ্গে পরীক্ষা দিচ্ছিল। খুব স্বাভাবিকভাবেই অধিকাংশ ছাত্রী ওই পরিস্থিতির কথা কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছে না।

গত রবিবার ছিল নিট (Neet Exam) পরীক্ষা। কোল্লাম জেলার আয়ুরে একটি পরীক্ষা কেন্দ্রে যাদের সিট পড়েছিল, গেটে ঢোকার মুখে জানিয়ে দেওয়া হল, পরীক্ষা দিতে গেলে অন্তর্বাস (Bra)খুলতে হবে। কয়েকজন পড়ুয়া প্রথমদিকে আপত্তি জানায়। কিন্তু সেই আপত্তিতে কাজ হয়নি।

Related Articles

Back to top button
Close