fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

মহানদীর নীচ থেকে উঠে এল প্রায় ৫০০ বছরের পুরনো মন্দির

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ওড়িশায় মহানদীর নীচ থেকে বেরিয়ে এলো প্রায় ৫০০ বছরের পুরনো মন্দির।ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচারাল হ্যারিটেজের পুরাতত্ত্ববিদদের একটি কয়েকদিন আগে এই মন্দিরের খোঁজ পেয়েছে। মন্দিরটির ওপরের অংশ দেখে অনুমান করা যায় যে, মন্দিরটি ৫৫ থেকে ৬০ ফুট লম্বা অবং পঞ্চদশ অথবা ষোড়শ দশকে নির্মিত।

জানা গেছে, ১৯৩৩ সালে বন্যার দরুন ভেসে গিয়েছিল গোটা নারায়ণগড় গ্রাম। তার সঙ্গে সঙ্গেই জলের তলায় তলিয়ে গিয়েছিল গোপীনাথের এই মন্দির।

পুরাতত্ত্ববিদদের প্রধান অনিল কুমার ধির ও তার দল জানিয়েছেন, মন্দিরে উপাস্য দেবতা গোপীনাথ, বিষ্ণুর অবতার। পুরাতত্ত্ববিদদের প্রধান অনিল কুমার ধির আরও জানিয়েছেন যে, নতুন প্রযুক্তির সাহায্যে নতুন করে প্রতিষ্ঠা করা যেতে পারে। স্থানীয় লোকেদের কথা অনুযায়ী আজ থেকে ১১ বছর আগে মন্দিরের ওপরের অংশ আরও একবার দেখতে মিলেছিল। গোপীনাথের মন্দিরে দীর্ঘতম হওয়ার জন্য তা বারবার দেখতে মেলে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Related Articles

Back to top button
Close