ভয়াবহ বন্যার করাল গ্রাসে পাকিস্তান, ২৫ জন শিশু সহ মৃত ৫৭

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: ভয়াবহ বন্যার করাল গ্রাসে অবরুদ্ধ পাকিস্তান। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত আরো ৫৭ জন প্রাণ হারিয়েছে। তাদের মধ্যে ২৫ জন শিশু রয়েছে। বন্যা মোকাবিলা করতে গিয়ে ত্রাণ ও তহবিল নিয়ে লড়ে যাচ্ছে পাক সরকার। গতকাল শনিবার প্রথমবারের মতো রাজধানী ইসলামাবাদে ত্রাণ তহবিলের বৈঠকে সভাপতিত্ব করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। রেকর্ড বৃষ্টি এবং সেই সঙ্গে উত্তর পাহাড়ের হিমবাহ গলে যাওয়ার প্রভাবে এত তীব্র বন্যার মুখোমুখি হয়েছে দেশটি। এতে আক্রান্ত হয়েছে প্রায় তিন কোটি ৩০ লক্ষ মানু্ষ। প্রাণহানি হয়েছে কমপক্ষে এক হাজার ২৬৫ জনের।
যাদের মধ্যে রয়েছে ৪৪১ জন শিশু। শিশু মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন সরকার। গত শুক্রবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, বন্যার পর রোগে ভুগে আরো অনেক শিশুর মৃত্যুর ঝুঁকি রয়েছে। বন্যার আগে চারটি দাবদাহ ও একাধিক দাবানলের মধ্য দিয়ে যেতে হয়েছে দেশটিকে।
আবহাওয়ার এই পরিবর্তনের পেছনে জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।