fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

৬০টি মুসলিম পরিবার সহ তৃণমূল থেকে ৯২০ জনের বিজেপিতে যোগদান

সাথী প্রামানিক, পুরুলিয়া: পুরুলিয়ার জয়পুরে বিজেপির চা চক্র জনসভায়  ৬০টি মুসলিম পরিবার সহ তৃণমূল থেকে ৯২০ জন বিজেপিতে যোগ দিলেন। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, জয়পুর  ও ঘাগড়া অঞ্চল থেকে শেখ ইসমাইল আনসারি, শেখ রেজাউনুর আনসারি, ও শফিউল চৌধুরীর নেতৃত্বে ৬০টি মুসলিম পরিবার ৪১১ জন সমর্থকও বিভিন্ন গ্রামের ১১১টি পরিবারের ৫০৯ জন তৃণমূল সমর্থক সহ মোট ১৭১টি পরিবার ৯২০ জন পদ্ম শিবিরে যোগদান করেন।

আজ জয়পুর ব্লক সদরে স্থানীয় আটাকল চক এলাকায় বিজেপির চা চক্র কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানেই ওই যোগদান পর্ব হয়। দলত্যাগীদের হাতে বিজেপির পতাকা হাতে তুলে দেন জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। উপস্থিত ছিলেন বিজেপির সদস্যতা অভিযানের অন্যতম প্রমূখ এবং জেলা সহ সভাপতি রবীন সিং দেও, সহ সভাপতি শ্রীপতি মাহাতো, জেলা সাধারণ সম্পাদক শংকর মাহাতো প্রমূখ নেতৃত্ব।

আরও পড়ুন:করোনায় প্রাণ কাড়ল কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টরের

রবীন সিং দেও বলেন, ” শাসক দল তৃণমূলের সঙ্গে থেকে বীতশ্রদ্ধ হয়ে বিজেপিতে যোগ দিল এই পরিবারগুলি। এছাড়া এঁরা আজও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। এই বঞ্চনা থেকে মুক্তি পেতেই বিজেপি পতাকা হাতে তুলে নিলেন তাঁরা।”

 

Related Articles

Back to top button
Close