পুজোয় এবার অনুদান ৬০ হাজার টাকা, বিদ্যুতের বিলেও ৬০ শতাংশ ছাড়: মুখ্যমন্ত্রী

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: সকাল থেকে সকলের লক্ষ্য ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার পুজোতে ক্লাবগুলিকে কত অনুদান দেবেন, তাই নিয়ে। এবার ৫০ হাজার থেকে পুজো অনুদান বেড়েছে আরও ১০ হাজার টাকা। অর্থাৎ ৬০ হাজার টাকা অনুদানের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ৫০ শতাংশ নয়, বিদ্যুতের বিলে ৬০ শতাংশ ছাড়। ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।
৩০ সেপ্টেম্বর থেকে ১০ তারিখ পর্যন্ত সরকারি কর্মচারীদের ছুটি ঘোষণা। এদিন মমতা নেতাজি ইন্ডোরে স্টেডিয়াম থেকেই জিজ্ঞাসা করেন, কি সবাই খুশি তো?
এদিন মুখ্যমন্ত্রী পুজো উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, ‘কম টাকাতে ভালো পুজো করা যায়। আবার বড় ক্লাবের বড় মেনু, বড় ভেন্যু হয়। এমনভাবে পুজো করবেন যাতে পদপিষ্টের ঘটনা না ঘটে, গ্রামের শিল্পীরা আপনাদের ওখানে কয়েকদিন থেকে খুশি হয়, বিদেশীরা যেন কোনও সমস্যায় না পড়ে’।
বিজেপিকে কটাক্ষ, ‘অনেকে বড় বড় কথা বলে। কলকাতায় নাকি দুর্গাপুজো করতে দেওয়া হয় না। কলকাতার বিশ্বের সেরা দুর্গাপুজো হয়। এক বছর আগে থেকে পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়’।
UNESCO-র কালচারাল হেরিটেজের তালিকায় স্থান পেয়েছে বাঙালির দুর্গোৎসব। গত বছরের ডিসেম্বরে প্যারিসে ইন্টার গভর্নমেন্ট কমিটির ষষ্ঠদশ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হয় ‘কলকাতার দুর্গাপুজো’-কে। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী বলেন,’ ১ সেপ্টেম্বর মিছিল হবে। রাজনৈতিক কারণে মিছিল নয়, ওই মিছিল থেকে ইউনেস্কোকে ধন্যবাদ জানাব। দুপুর ২টো জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে জমায়েত হবে। শাঁখ. বাঁশি যে যেমন পারবেন, সেভাবেই মিছিলে শামিল হবেন। স্কুলে ছাত্রছাত্রীরাও থাকবে’। জানান, ‘বিসর্জন হবে ৫. ৬.৭, ৮ তারিখ। জেলায় জেলায় পুজো কার্নিভাল হবে ৭ তারিখ। কলকাতা পুজো কার্নিভাল হবে ৭ তারিখ’।