আন্তর্জাতিকহেডলাইন
পাকিস্তানের পেশোয়ারে বিস্ফোরক ফেটে দুর্ঘটনা…মৃত ৭, আহত ৭০

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বালুচিস্তানের পরে এবার বিস্ফোরণের ঘটনা পাকিস্তানের পেশোয়ারে। পরিত্যক্ত ব্যাগ থেকে বিস্ফোরক ফেটে এই দুর্ঘটনা। জানা গিয়েছে বিকট শব্দে কেঁপে ওঠে পাকিস্তানে পেশোয়ারের মাদ্রাসা সংলগ্ন এলাকা। কোরান পাঠের সময় এই বিস্ফোরণ হয়। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের। আহত ৭০ জন। প্রথমে পাঁচ জনের মৃত্যুর খবর আসে। এরপরে জানা যায় মোট সাতজনের প্রাণহানি ঘটেছে। একটি পরিত্যক্ত ব্যাগে থেকে বিস্ফোরক ফেটে এই ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: হাথরাস কাণ্ডে আজ ‘নজরদারি’ নিয়ে রায় দেবে শীর্ষ আদালত
পাকিস্তানি একটি জনপ্রিয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই ব্যাগে ৫ কেজি বিস্ফোরক ছিল। এলাকা ঘিরে রাখা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।