পশ্চিমবঙ্গহেডলাইন
পুলিশের জালে অন্তর্দেশীয় গাড়ি পাচার চক্রের ৭ পান্ডা

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: অন্তর্দেশীয় গাড়ির পাচার চক্রের সাতজনকে গ্রেফতার করল এয়ারপোর্ট থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে তিন জনকে গ্রেফতার করে। পরবর্তীকালে ওই তিনজনকে জেরা করে আরও ৪ জনের হদিস পায় পুলিশ এবং চারজনকে গ্রেফতার করা হয়। গত ৩ ডিসেম্বর গাড়ি চুরির লিখিত অভিযোগের পরিপেক্ষিতে তদন্তে নামে এয়ারপোর্ট থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশের হাতে আসে চাঞ্চল্যকর তথ্য।
এই পাচার চক্রের কাজ ছিল নতুন নতুন দামি গাড়ি চুরি করে কম দামে অন্য রাজ্যে বিক্রি করা। পুলিশের যাতে সন্দেহ না হয় তার জন্য গাড়িগুলির সামনে প্রেসের স্টিকার লাগানো হত। পুলিশ ২ টি গাড়ি বাজেয়াপ্ত করেছে। একটিতে হরিয়ানার ও অপরটি তে উত্তরপ্রেশের নাম্বার প্লেট লাগানো রয়েছে। এই চক্রটির জাল কত দূর বিস্তৃত তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।