মেদিনীপুরের বিভিন্ন জায়গায় পালিত হল স্বাধীনতা দিবস
বাবলু ব্যানার্জি, কোলাঘাটঃ জাতীয় পতাকা উত্তোলন করে মেদিনীপুরের একাধিক জায়গায় পালিত হল ভারতের স্বাধীনতা দিবস। শনিবার দেউলিয়া বাজার পার্টি অফিসে বিজেপির পক্ষ থেকে তম স্বাধীনতা দিবস দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন নবকুমার ভক্তা, পূর্ণচন্দ্র মান্না, স্বপন বেরা প্রমূখ নেতৃত্ব।
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর উদ্যোগে ৭৪ তম স্বাধীনতা দিবস পালন করা হয় পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের চাকদহ গ্রামে।পাশাপাশি এই দিনটিকে সামনে রেখে এলাকার কমপক্ষে ১০০ জন ছাত্রছাত্রীকে বই, খাতা,পেন্সিল দিয়ে সাহায্য করা হয় পাঁশকুড়া নগর ইউনিটের পক্ষ থেকে।
কোলাঘাট ব্লকের বিভিন্ন স্থানে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পক্ষ থেকেও দিনটি পালন করতে দেখা যায়। মেচেদা লায়ন্স ক্লাবের উদ্যোগে দিনটি পালন করা হয় নিজস্ব অফিসে। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী সুকুমার মাইতি,লায়ন্স নয়ন মান্না সহ এলাকার বিশিষ্টজনরা।