fbpx
গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

উলুবেড়িয়ায় ৭৬ জন পরিযায়ী শ্রমিক করোনা পজিটিভ

পাপ্পা গুহ, উলুবেড়িয়া: মহারাষ্ট্র থেকে উলুবেড়িয়ায় আসা ৭৬ জনের শরীরে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেল। একসাথে এতজন পরিযায়ী শ্রমিকের শরীরে করোনা সংক্রমণের খোঁজ পাওয়ায় শঙ্কিত প্রশাসন।

জানা গেছে, কয়েকদিন আগে মহারাষ্ট্র থেকে উলুবেড়িয়া মহকুমা পাঁচলার বাসিন্দা ৩৯২ জন পরিযায়ী শ্রমিক হাওড়ায় আসে। এরপর প্রশাসনের উদ্যোগে এইসব শ্রমিকদের উলুবেড়িয়া আমতা বাগনানের বিভিন্ন কোয়ারেন্টাইনে সেন্টারে রাখা হয়। দিন চারেক আগে এইসব শ্রমিকদের মধ্যে ১৪৪ জনের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে তাদের মধ্যে ৭৬ জনের রিপোর্ট পজিটিভ আসে। প্রশাসন সূত্রে খবর করোনা আক্রান্ত রোগিদের কোনও বাহ্যিক লক্ষ্ণণ ছিল না।

এদিকে একসাথে এতজন পরিযায়ী শ্রমিক করোনা আক্রান্ত হওয়ায় প্রশাসনের বক্তব্য এইসব শ্রমিক ট্রেনে চেপে এসেছিল বলে এটা জানা গেছে অনেকে বিভিন্ন যানবাহনে চেপে রাজ্যে এসে গ্রামে ঢুকে যাচ্ছে। যদিও এইসব শ্রমিক প্রশাসনের সাথে যোগাযোগ না করে তাহলে এই সংখ্যা ভয়াবহ আকার নেবে।

Related Articles

Back to top button
Close