
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন মন্ত্রিসভার রদবদল করা হবে। সেই অনুযায়ী বুধবার মন্ত্রিসভার রদবদল হল। বুধবার রাজ্যপাল লা গণেশন নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করালেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভায় এলেন ৮ নয়া মুখ। মন্ত্রীদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। পূর্ণমন্ত্রী হয়েছেন বাবুল সুপ্রিয়।
পর্যটন ও তথ্য ও প্রযুক্তি দফতর তার হাতে থাকছে। নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে দেওয়া হয়েছে সেচ দফতরের দায়িত্ব। স্নেহাশিস চক্রবর্তীর হাতে থাকছে পরিবহণ দফতর। উদয়ন গুহ-র হাতে রয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। প্রদীপ মজুমদারের হাতে রয়েছে পঞ্চায়েত দফতর, যে দফতরের মন্ত্রী ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। এছাড়া প্রতিমন্ত্রী হয়েছেন, বিপ্লব রায়চৌধুরী, তিনি মৎস্য দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছেন। তাজমুল হুসেন হয়েছেন ক্ষুদ্র, মাঝারি শিল্পের দফতর ও বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী, এ ছাড়া সত্যজিৎ বর্মণ হয়েছে শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী, যে দফতরে ছিলেন পরেশ অধিকারী।