সুন্দরবনের তীরবর্তী এলাকা থেকে সরানো হল ৮০ হাজার মানুষকে
শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: সুন্দরবনের তীরবর্তী এলাকা থেকে সরানো হল ৮০ হাজার মানুষকে। সুন্দরবন লাগোয়া সন্দেশখালি ১ ও ২ নম্বর ব্লক হিঙ্গলগঞ্জ, হেমনগর, হাসনাবাদ, মিনাখাঁ, হাড়োয়া, এইসব অঞ্চল থেকে ৮০ হাজার মানুষকে ৫০০ কুড়িটা ত্রাণ শিবিরে রাখা হয়েছে। পাশাপাশি দু’লক্ষ জলের পাউচের ব্যবস্থা করা হয়েছে, সেই সঙ্গে কুড়ি টন চাল মজুদ করা হয়েছে। এছাড়া বাচ্চাদের গুঁড়ো দুধ,শুখনো খাবার রাখা হয়েছে। জলবায়ুর রোগে আক্রান্ত যাতে না হয় তার জন্য পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা করা হয়েছে।
পাশাপাশি করোনা সতর্কতা মাথায় রেখে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিন মহকুমা শাসকের দপ্তরে কন্ট্রোলরুমে ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তী, পুলিশ সুপার কংকর প্রসাদ বরুই সহ বিভিন্ন দপ্তরে আধিকারিকরা তারা এখানেই বসে গোটা উত্তর ২৪ পরগনা সুন্দরবন দিকে নজর রেখেছে বিশেষ করে গত বুলবুল ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছিল। এবার সেই ক্ষতি যতটা সম্ভব রক্ষা পাওয়া যায় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা এই কন্ট্রোলরুম থেকে করা হচ্ছে।