fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৯ জন

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বাজির কারখানায় ভয়াবহ বিস্ফরণে মৃত্যু হল কমপক্ষে ৯ জনের। মৃতদের মধ্যে রয়েছেন কারখানার মালিকও। মৃতদের মধ্যে সবাই কারখানার শ্রমিক। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মৃতদের পরিজনরা ছুটে আসেন ঘটনাস্থলে। তামিলনাড়ুর কুদ্দালোর জেলার এক বাজি কারখানায় এই বিস্ফোরণ হয়। চেন্নাই থেকে ১৯০ কিমি দূরে কুত্তুমান্নারকলি শহরে এই বাজির কারখানায় বিস্ফোরণে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।তামিলনাড়ুর সরকার ইতিমধ্যে সব সংস্থায় একশো শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু করার অনুমতি দিয়েছে। ফলে এদিন বাজি কারখানায় শ্রমিকদের উপস্থিতি ছিল।

[আরও পড়ুন- ফের কল্পতরু নরেন্দ্র মোদি, জনগনের কল্যাণে দান করলেন ১০৩ কোটি টাকা]

জানা গিয়েছে যে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশী ছিল যে, কারখানার গোটা বাড়িটা ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় দমকল ও পুলিশ। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

Related Articles

Back to top button
Close