পশ্চিমবঙ্গহেডলাইন
সীমান্তে ফের গ্রেফতার বাংলাদেশি মহিলা সহ ৯

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: পুলিশ ও বিএসএফের যৌথ উদ্যোগে ৯ জন বাংলাদেশী গ্রেফতার হল। উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী সীমান্ত এলাকার ঘটনা। অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার মুহূর্তে ১১২ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী হাতেনাতে এদের পাকড়াও করে। তাদের কাছে কোনও বৈধ কাগজপত্র ছিলনা। এদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার বিভিন্ন থানা এলাকায়।
মহিলা পুরুষ সহ মোট ৯ জন বাংলাদেশীকে গ্রেফতার করে তাদেরকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত ৯ জন বাংলাদেশীদের বুধবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।