রাজ্যের রিলিফ ফান্ডে জমানো ৫১ হাজার টাকা দিলেন রানিগঞ্জের ৮৪ বছরের বৃদ্ধা
শুভেন্দু বন্দোপাধ্যায়, আসানসোল: করোনা ভাইরাসের মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় নিজের জমানো টাকা রাজ্যের রিলিফ ফান্ডে দিলেন আসানসোলের রানিগঞ্জের এনএসবি রোডের বাসিন্দা ৮৪ বছরের বৃদ্ধা কৌশল্যা রানি কৌর বাগ্গা। শুক্রবার তিনি নিজের জমানো ৫১ হাজার টাকার একটি চেক রিলিফ ফান্ডে দেওয়ার জন্য আসানসোল পুরনিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারির হাতে তুলে দেন।
আরও পড়ুন: পাঁচ মাসের শিশু সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে খুন বাবার
মেয়র জিতেন্দ্র তেওয়ারি কৌশল্যাদেবীর এই দানকে গ্রহণ করে নতমস্তকে বলেন, যখন সমাজের একজন অভিভাবক নিজের সারা জীবনের জমানো টাকা দান করেন, তখন আমাদের কাজ করার উৎসাহ দ্বিগুণ হয়ে যায়। সমাজের সবাই যখন নিজেদের টাকা ব্যাঙ্ক বা অন্য জায়গায় জমা রেখে, তাকে বাড়ানোর চেষ্টা করেন, তখন এই ধরনের দান সত্যিই প্রশংসনীয়। বৃদ্ধার এই কাজে তার পুরো পরিবার পাশে থেকে তাকে উৎসাহ দিয়েছেন। যা গোটা সমাজের কাছে একটা দৃষ্টান্ত।এই প্রসঙ্গে কৌশল্যাদেবী বলেন, এমন একটা সময়ে সামান্য কিছু দিয়ে সরকারের পাশে দাঁড়ালাম। সবাইকে এই সময়ে একসঙ্গে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে হবে। গোটা বাগ্গা পরিবারের সদস্যরা এই দানে বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন।