fbpx
অন্যান্যঅফবিটপশ্চিমবঙ্গহেডলাইন

রূপনারায়ণ নদীতে ভেসে উঠল নটরাজ আকৃতির সুদৃশ্য মা কালীর কাঠের মূর্তি

নিজস্ব প্রতিনিধি (পূর্ব মেদিনীপুর): নিন্নচাপের বৃষ্টির ফলে জেলা একাধিক এলাকা জলমগ্ন। দুদিন আগে অর্থাৎ বৃহস্পতিবার দুপুর নাগাদ কোলাঘাট বাবুয়া গ্রামে রূপনারায়ণ নদীতে ভেসে আসে একটি নটরাজ আকৃতির সুদৃশ্য মা কালীর কাঠের মূর্তি।স্থানীয় দেনান গ্রামের মহেশ্বর জানা নদী থেকে ওই মূর্তি উদ্ধার করেন।

আরও পড়ুন: সস্ত্রীক করোনায় আক্রান্ত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন

সুদৃশ্য কাঠের প্রতিমা-টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় প্রতিমা দেখবার জন্য প্রতিদিন ভিড় জমাচ্ছেন মানুষ। স্থানীয় এক বাসিন্দা মহেশ্বর জানা বলেন, প্রতিমা-টি পাওয়ার সময় একটি হাত ভেঙে যাওয়ার কারণে চিন্তায় ছিলেন। কীভাবে মূর্তিটিকে ভালোভাবে জোড়া লাগানো যায়। তবে কিছু পরেই নদীতে উদ্ধার হয় ভাঙা হাতের অংশ। ফলে বর্তমানে প্রতিমা-টির হাত জোড়া লাগিয়ে নদীর ধারেই শনিদেবতার মন্দিরেই অস্থায়ী ভাবে স্থান পেয়েছে ভেসে আসা দেবী।

তবে লক্ষ্য রয়েছে সবার সাহায্য নিয়ে দেবীর একটি মন্দির স্থাপন করা ও মুর্তিটি পুনঃসংস্কার করে সাধারণ মানুষজনদের জন্য দর্শনীয় একটি মন্দির হিসেবে গড়ে তোলা।যদিও মহেশ্বর জানার এলাকায় খুব নাম ডাক রয়েছে। বেশকিছু বছর আগে কোলাঘাটে নৌকাডুবির ঘটনায় বেশ কয়েকজন মানুষকে প্রাণে বাঁচিয়ে ছিলেন এবং বেশ কিছু জায়গায় পুরস্কারে সন্মানিতও হয়েছিলেন।এরপর আবার নদীবক্ষে কালীঠাকুরের প্রতিমা গুড়িয়েও বেশ প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন মহেশ্বর বাবু। তবে গত দুদিন ধরে দেবী পূজিতাও হচ্ছেন তার পাশাপাশি বহুদূর থেকেও দেখতে আসছেন উৎসাহী মানুষেরা।

Related Articles

Back to top button
Close