
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: এগিয়ে আসছে উপ রাষ্ট্রপতি পদে নির্বাচন। রাষ্ট্রপতি পদে নির্বাচনের আবহেই উপ রাষ্ট্রপতি নির্বাচনের কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। আজ উপ রাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঘোষণা করে সবচেয়ে বড় চমক দিল কেন্দ্রের মোদী সরকার। বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়ের নাম উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হল। আজ, শনিবার সন্ধ্যাতে রাজ্য-রাজনীতিতে বড় সড় চমক।
দলের জাতীয় সভাপতি জেপি নাড্ডা ঘোষণা করলেন যে তাঁরা এবার প্রার্থী করছেন জগদীপ ধনকড়কে।
আগামী ৬ অগস্ট উপ রাষ্ট্রপতি নির্বাচন ওইদিনই গণনা৷ ইতিমধ্যে ৫ জুলাই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে৷ আগামী মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার শেষদিন৷ তার আগে আজ উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম নির্ধারণে বিজেপির সদর দফতরে বৈঠক হয় ৷
সেখানেই জগদীপ ধনকড়ের নাম উপ রাষ্ট্রপতি হিসেবে চূড়ান্ত করা হয়৷ তার পর সাংবাদিক বৈঠকে ধনকড়ের নাম ঘোষণা করেন নাড্ডা৷
উল্লেখ্য, ১৯৮৯ সালে রাজস্থানের ঝুনঝুনু থেকে জনতা দলের প্রার্থী হয়ে লোকসভা ভোটে জয়ী হন ধনকড়। এর আগে রাজস্থান হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতেন। রাজস্থানের কিষণগড়ের বিধায়ক ছিলেন তিনি।