ফের করোনায় আক্রান্ত হলেন দিনহাটার এক ব্যবসায়ী

নিজস্ব সংবাদদাতা দিনহাটা: ফের করোনাভাইরাসে আক্রান্ত হলেন দিনহাটা পঞ্চায়েত এলাকার এক ব্যবসায়ী। সংক্রমিত ব্যক্তির বাড়ি সাহেবগঞ্জ রোড এলাকায় ।
গত তিন দিনে পরপর দিনহাটা শহর ও শহর সংলগ্ন সাহেবগঞ্জ রোড এলাকায় ওই ব্যবসায়ীকে নিয়ে ৩ জন আক্রান্ত হল। এদের মধ্যে দিনহাটা পুরসভার প্রশাসক উদয়ন গুহ ছাড়াও রয়েছেন শহরের ৩ নম্বর ওয়ার্ডের এক স্বাস্থকর্মী। শহর সংলগ্ন সাহেবগঞ্জ রোড এলাকায় নতুন করে আরও একজন সংক্রমিত হওয়ায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পঞ্চায়েত সূত্রে জানা গেছে , আক্রান্ত ব্যক্তির বাড়ির এলাকা ইতিমধ্যে বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকাকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হচ্ছে । এছাড়াও মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ব্লক প্রশাসনকে এলাকাকে স্যানিটাউজ করার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, দিন কয়েক আগে দিনহাটা শহরের গোসানি রোডে একই বাড়ির তিনজন সংক্রমিত হয়। এছাড়াও দিনহাটা ব্লকের ঝুরিপারা এলাকায় ব্যাঙ্ক কর্মী এক যুবক করোনায় সংক্রমিত হয়। আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সঞ্জীব সাহা জানান, দিন কয়েক আগে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে কোচবিহারে রেফার করা হয়। তার লালা রস পরীক্ষা হতেই বৃহস্পতিবার রাতে রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে সে কোচবিহারে কোভিড হাসপাতালে চিকিৎসাধীন। তার সংস্পর্শে কারা কারা এসেছে তার তালিকা তৈরি করে ব্লক প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। এছাড়া ওই ব্যবসায়ী কোথায় কোথায় গত কয়েক দিনে মেলামেশা করেছিল স্থানীয় এলাকার বাসিন্দারা তারও খোঁজখবর নিচ্ছে। এই রোগের হাত থেকে সকলকে সুস্থ রাখতে গ্রাম পঞ্চায়েত এর পক্ষ থেকে শনিবার গোটা এলাকাকে জীবাণুমুক্ত করা হবে বলেও সঞ্জীব সাহা জানান।
দিনহাটার মহকুমা শাসক শেখ আনসার আহমেদ জানান, দিনহাটা গ্রাম পঞ্চায়েতের সাহেবগঞ্জ রোড এলাকায় একজন ব্যবসায়ী আক্রান্ত হয়েছেন। ওই এলাকাকে কন্টেইনমেন্ট জোন করার পাশাপাশি স্যানেটাইজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও এলাকার মানুষকে প্রশাসনের পক্ষ থেকে সচেতন করা হচ্ছে।