fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

করোনা পজিটিভ ব্যবসায়ী! অযথা আতঙ্ক নয়, সাবধানতা অবলম্বনের বার্তা গ্ৰাম পঞ্চায়েতের

বার্তা পরিবেশক, হাঁসখালি : শেষ পর্যন্ত বগুলা বাজারেও থাবা বসালো অতি মহামারী করোনা।বগুলার জনৈক রেশন ডিলার প্রসেনজিৎ চক্রবর্তী (৪৫)ওড়ফে বাপি/ভূজু করোনা রোগে আক্রান্ত।লালারস পরীক্ষার রিপোর্ট করোনা পজিটিভ। আজ ই তাকে প্রশাসনিক তৎপরতায় কোভিড হাসপাতালে ভর্তি করা হয়।

 

 

পরিবার সূত্রে খবর, বেশ কয়েকদিন যাবৎ ঠান্ডা,কাশি,জ্বর, গলাব্যথা প্রভৃতি উপসর্গ নিয়ে ভুগছিল, বাড়ি থেকেই চিকিৎসা চলছিল। চিকিৎসকের পরামর্শে লালারস পরীক্ষায় শেষপর্যন্ত আজ ই রিপোর্ট আসে করোনা পজিটিভ। ঘটনায় চিন্তিত প্রসেনজিৎ বাবুর পরিবারের লোকজন। রিপোর্ট হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আজ ই দুপুরে প্রশাসনিক তৎপরতায় প্রসেনজিৎ বাবুকে কোভিড জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বাড়ির সকল সদস্য-সদস্যা কে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ানোর আগেই প্রসেনজিৎ বাবুর বাড়ি সহ সংশ্লিষ্ট এলাকা সমূহে ব্যারিকেট দিয়ে ঘিরে দেওয়ায় পাশাপাশি প্রতিবেশী সহ যারা প্রসেনজিৎ বাবুর সংস্পর্শে এসেছেন, তাদের শনাক্তকরণের পাশাপাশি লালারসের নমুনা সংগ্রহের প্রস্তুতি চলছে।

 

প্রসেনজিৎ বাবুর বাড়ি বগুলা নেতাজী সুভাষ রোডের নতুন ইলেকট্রনিক সাপ্লাই অফিস সংলগ্ন এলাকায়। সংশ্লিষ্ট এলাকা সমূহে আতঙ্কের পরিবেশ তৈরি হলেও স্থানীয় পঞ্চায়েত প্রশাসন, উদ্ভূত পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে।এক সাক্ষাৎকারে বগুলা ২ নং গ্ৰাম পঞ্চায়েতের শিল্প ও পরিকাঠামো সঞ্চালক শ্রীবাস সিকদার জানালেন, ইতিপূর্বে একাধিক বার বগুলা বাজার স্যানিটাইজ করা হয়েছে। আজকের পরিস্থিতি উদ্বেগজনক হলেও নিয়ন্ত্রণের মধ্যে।আজ ই সন্ধ্যা ৬ টায় বগুলা ২নং পঞ্চায়েতের উদ্দোগে বগুলা বাজার ব্যবসায়ীদের নিয়ে জরুরি ভিত্তিক আলোচনা সভায় বসা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে এই সভা ডাকা হয়েছে। আলোচনা সভাতেই সিদ্ধান্ত হবে, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় কি কি পদক্ষেপ নেওয়া উচিৎ।

 

বগুলাকে রেড জোন ঘোষণা করা হবে কিনা, প্রশ্নের উত্তরে শ্রীবাস বাবু জানালেন, সভায় আলোচনা সাপেক্ষে সর্বসম্মতিক্রমে ই সিদ্ধান্ত হবে, ভবিষ্যৎ কর্মসূচি কি হবে। সাময়িক ভাবে বগুলা বাজার বন্ধ থাকবে কিনা,সব কিছুই আলোচনার মধ্যদিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বগুলা এলাকার সর্বস্তরের মানুষজনদের প্রতি বগুলা ২ নং গ্ৰাম পঞ্চায়েতের পক্ষ থেকে আবেদন,অযথা গুজবে কান দেবেন না, সর্বদা বগুলা ২নং গ্ৰাম পঞ্চায়েত এলাকার সর্বস্তরের মানুষের পাশে আছে।সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় আমরা তৈরি।

Related Articles

Back to top button
Close