
নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ প্রশাসক অপসারণ নিয়ে রাজ্য সরকারের নতুন নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন মেদিনীপুর পৌরসভার প্রাক্তন পুর-প্রশাসক প্রণব বসু। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
মেদিনীপুর পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য থেকে শুভেন্দু ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রণব বসুকে সরিয়ে দিয়েছে সরকার। ২০১৮ সালে ডিসেম্বর মাসে বোর্ডের মেয়াদ শেষ হয়ে যায়। তার পরদিন থেকে সদর মহকুমা শাসককে প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করে সরকার। পরে বোর্ডের সদস্য হিসেবে ছিলেন প্রাক্তন পুরপ্রধান প্রণব বসু, প্রাক্তন কাউন্সিলর নির্মাল্য চক্রবর্তী এবং মেদিনীপুর বিধায়ক মৃগেন মাইতি। প্রশাসক তেমন কাজ করছে না বলে ডেবরাতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় শুভেন্দুর অভিযোগের ভিত্তিতে বকা খেতে হয়েছিল মহকুমা শাসক তথা প্রশাসক দীননারায়ণ ঘোষকে।
চলতি মাসে মহকুমা শাসক দীননারায়ণ ঘোষ গত বুধবার নতুন মহকুমা শাসক নীলাঞ্জন ভট্টাচার্যকে পুরসভার প্রশাসকের দায়িত্ব বুঝিয়ে দেন। সেই দিনই রাজ্য থেকে নির্দেশিকা আসে প্রশাসক হিসেবে দায়িত্বে আসবেন খড়গপুর গ্রামীন বিধায়ক দীনেন রায়। সেই সাথে সদস্য করা হয়েছে মেদিনীপুর বিধায়ক মৃগেন মাইতি ও প্রাক্তন কাউন্সিলর নির্মাল্য চক্রবর্তীকে। এই দুজনই ছিলেন প্রশাসক বোর্ডের সদস্য। নতুন প্রশাসক বোর্ডের সদস্য থেকে বাদ গিয়েছেন প্রণব বসু। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।