fbpx
কলকাতাগুরুত্বপূর্ণহেডলাইন

প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। আগামী শুক্রবার জরুরি ভিত্তিতে হাইকোর্টের এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। মামলাকারীর আইনজীবী জানান, গত ১১ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, খুব শীঘ্রই রাজ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগ হবে৷ সেই ঘোষণা মতোই ২৩ নভেম্বর প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ।

আরও পড়ুন- হাইকোর্টেও জামিন পেলেন না অর্থলগ্নি সংস্থা পৈলান গ্রুপের কর্ণধার অপূর্ব কুমার সাহা

মামলায় মামলাকারীর আইনজীবিদের অভিযোগ, সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তির একাধিক বিষয়, একাধিক ত্রুটি নিয়ে অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়েছে। কাদের নিয়োগ করা হবে সদ্য প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে তা সুস্পষ্ট করে বলা হয়নি। নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে পর্ষদকে নিয়োগের কথা সুনির্দিষ্টভাবে স্পষ্ট করতে হবে। যেহেতু প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা বিচারাধীন রয়েছে, তারপরও কীভাবে নিয়োগ প্রক্রিয়া শুরুর প্রস্তুতি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হল, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে মামলায়। অন্যান্য যোগ্য প্রার্থীও যাতে বঞ্চিত না হয়, সে বিষয়ে রাজ্যকে সুনিশ্চিত করতে হবে বলে দাবি মামলাকারীদের।

 

Related Articles

Back to top button
Close