পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত এক শিশু

নিজস্ব প্রতিনিধি, দিনহাটা: বাড়ির পাশে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক শিশুর। দিনহাটার বুড়িরহাট গ্রাম পঞ্চায়েতের খুটামারার বকুলতলা এলাকায় সোমবার সকালে আই ঘটনা ঘটে। ওই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায় ও পরিবারে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ওই শিশুর নাম মহিদুল আলি শেখ(৯)।
জানা গেছে, ওই শিশু ঈদের পরেরদিন রবিবার মামার বাড়ি গিয়েছিল। সোমবার সকালে বাড়ি ফেরে। তারপর বাড়ির পাশের ২ বন্ধু সহ তিনজন পুকুরে স্নান করতে নামে। স্নান শেষে তারা সকলে বাড়িও ফিরে যায়। তারপর সবাই বাড়িতে যাওয়ার পর মহিদুল ফের পুকুরে নামে স্নান করতে। বাকি দুজন বাড়িতে গিয়ে নিজেরা ফ্রেস হয়ে মহিদুলের বাড়িতে খেলতে আসে ওই দুই শিশু। তারা মইদুলের বাড়িতে গিয়ে খোঁজ করে। বাড়ির লোকজন বলে সে স্নান করতে গেছে। তখন ওই দুই শিশু বলে আমরা এক সাথে স্নান করে বাড়িতে গিয়ে খাওয়াদাওয়া করে এলাম। তখন পরিবারের লোকজনের সন্দেহ হয়। শুরু হয় খোঁজাখুঁজি। তারপর মহিদুলের বাবা মান্নাদ আলি শেখ নিজে পুকুরে নেমে খুজতে শুরু করে। পুকুরে কিছু দূর গিয়ে হঠাৎ তাঁর পায়ে লাগে মহিদুলের দেহ। পরে তাকে তুলে দেখেন তাঁর দেহে আর প্রান নেই। ওই ঘটনায় শোকের ছায়া নামে এলাকায়।
পরিবার সূত্রে জানা যায়, ঈদের নামাজ পরে বাইনা ধরেছে মামার বাড়ি যাবে। তারপর সেখান থেকে আজ সকালে ফিরে এসে এমন অঘটন ঘটবে কেউ স্বপ্নেও ভাবতে পারছি না। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহ উদ্ধার করা হয়েছে।