fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন এক সিভিক পুলিশ ভলেন্টিয়ার

কৌশিক অধিকারী, কান্দি: ফের মানবিক মুখ পুলিশের।  থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন এক সিভিক পুলিশ ভলেন্টিয়ার। সালার থানার শালু গ্রাম পঞ্চায়েতের ঢুরসুন্ডা গ্রামের বাসিন্দা সামাদ সেখের দ্বিতীয় পুত্র সন্তান আরিফ হোসেন (৭) থ্যালাসেমিয়া আক্রান্ত রোগি। নয় মাস বয়স থেকেই থ্যালাসেমিয়া আক্রান্ত। ভেলোরে চিকিৎসা করার জন্য এখন সাত মাস পরপর রক্ত দিতে হয়।

ফলে সোমবার সকালে সালার থানার ওসি ইন্দ্রনীল মহান্তের সঙ্গে যোগাযোগ করে পরিবারে সদস্যরা। সালার থানার ওসি ইন্দ্রনীল মহান্তের সহযোগিতা নিয়ে সালার থানার কর্মরত সিভিক ভলান্টিয়ার বিজয় কুমার ঘোষ রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন শিশুর। ‘ও’ পজেটিভ রক্ত দেওয়া হয় কান্দি মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে। রক্ত পেয়ে কৃতজ্ঞতা জানান শিশুর পরিবারের সদস্যরা।

 

 

 

Related Articles

Back to top button
Close