fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

জাতীয় অঙ্গদাতা দিবসে রাজস্থানের জয়পুরে উদ্বোধন করা হল দেশের প্রথম ‘অঙ্গদাতা স্মারক’

সুদর্শন বেরা, পশ্চিম মেদিনীপুরঃ জাতীয় অঙ্গদাতা দিবস শুক্রবার রাজস্থানের জয়পুরে উদ্বোধন করা হলো দেশের প্রথম অঙ্গদাতা স্মারক। উদ্বোধন করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট । ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডালমিয়া ভারত সিমেন্ট এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মহেন্দ্র সিংহী , ক্রাফট বেটন এর সিইও সন্দীপ কুমার ।

অঙ্গদানে মানুষকে উৎসাহিত করতে জয়পুর সিটিজেন ফোরামের মোহন ফাউন্ডেশন গড়ে তুলেছে ‘ নবজীবন ‘ । সারা দেশের অঙ্গদাতাদের সম্মান জানাতে তাঁরা অঙ্গদাতা স্মারক গড়ে তোলার উদ্যোগ নেন । জয়পুরের শিল্পী সমীর হোয়েটন এটি গড়েছেন এবং এর প্রযুক্তি ও কারিগরি দিয়েছে ডালমিয়া সিমেন্টের ক্রাফট বেটন।  শুক্রবার বিকেলে এটি উদ্বোধন করে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানান , যন্ত্রর- মন্তরের ধাঁচে এমন অঙ্গদাতা স্মারক সারাদেশের অঙ্গদাতাদের শ্রদ্ধা জানাবে। তাঁদের অঙ্গদানের মাধ্যমেই নবজীবন লাভ করেছেন বহু মানুষ। তিনি অঙ্গদান করার জন্য সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

Related Articles

Back to top button
Close