১৪৫ কিমি বেগে ধেয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় নিভার, জারি সতর্কতা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বিধ্বংসী রূপে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় নিভার। জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা নাগাদ ভারতের বেশ কয়েকটি রাজ্যের উপকূলে আছড়ে পড়বে এই ঝড়। আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, ঘূর্ণিঝড় নিভারের গতিবেগ হতে পারে ১২০-১৩০ থেকে ১৪৫ কিলোমিটার পর্যন্ত।
SCS NIVAR about 290 km east-southeast of Cuddalore. It is very likely to intensify further into a very severe cyclonic storm during next 12 https://t.co/wU1QHxTKYT is very likely to cross Tamil Nadu and Puducherry coasts during mid-night of 25th and early hours of 26th November. pic.twitter.com/CWe5CFEFZm
— India Meteorological Department (@Indiametdept) November 25, 2020
ক্ষয়ক্ষতি এড়াতে ইতিমধ্যেই সকল ব্যবস্থা গ্রহণ করেছে। বাতিল করা হয়েছে একাধিক বিমানও। জানা যায়, বুধবারের ৪৯ টি বিমান বাতিল করা হয়েছে। এছাড়া তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্র প্রদেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের সতর্কতার কারণে দক্ষিণ রেল বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। সূত্রের খবর, ২৫ নভেম্বর ২৪টি ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে। তবে কিছু ট্রেন আংশিক চলবে।
আরও পড়ুনঃ একজন বিশ্বস্ত সহকর্মী ও বন্ধুকে হারালাম: সোনিয়া গান্ধী
এদিকে নিভারের কারণে পুদুচেরিতে ১৪৪ ধারা জারি করা হচ্ছে। জানা যায়, রাত ৯টা থেকে সকাল ৬ টা অবধি ১৪৪ ধারা জারি থাকতে পারে । আশঙ্কাজনক স্থানে উপস্থিত হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একাধিক দল, ১২ টি উদ্ধারকারী দল, দুটি হেলিকপ্টার এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ১৫টি বিপর্যয় মোকাবিলা দল।