পশ্চিমবঙ্গহেডলাইন
কাঁকসায় গার্ডওয়ালে ধাক্কায় মৃত মোটরবাইক আরোহীর

জয়দেব লাহা, দুর্গাপুর: নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গার্ডওয়ালে ধাক্কা মোটরবাইকের। ঘটনায় মৃত্যু হল মোটরবাইক চালকের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ২ নং জাতীয় সড়কের ওপর কাঁকসার সোঁয়াই মোড়ের কাছে।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম অরিন্দম সামন্ত (৪৮)। তাঁর বাড়ি বর্ধমান শ্রীপল্লি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে অরিন্দমবাবু বাইক চালিয়ে দুর্গাপুরের দিকে আসছিলেন। সোঁয়াই মোড়ের কাছে ২ নম্বর জাতীয় সড়কের ওভারব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে গুরুতর জখম হয়ে জ্ঞান হারান তিনি। তড়িঘড়ি পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।