fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

সমাজসেবার নামে এক মহিলাকে উত্যক্ত করার অভিযোগ কল্যাণীর এক চিকিৎসকের বিরুদ্ধে

অভিষেক আচার্য, কল্যাণী: সমাজসেবার নাম করে এক মহিলাকে উত্যক্ত করার অভিযোগ উঠল নদিয়ার কল্যাণীর এক চিকিৎসকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম ডাঃ অভিরূপ বিশ্বাস।

এই বিষয়ে অভিযোগকারিনী বলেন, “আমি একজন বিজেপি কর্মী। লকডাউনের সময় বিভিন্ন সমাজসেবামূলক কাজ করতেন অভিরূপ। সেই সময় আমিও দলের হয়ে সমাজসেবামূলক কাজে যুক্ত ছিলাম। একদিন অভিরূপ ফোন করে আমাকে বলেন, তাঁর সঙ্গে কাজ করতে। সেই হিসেবে আমি বিভিন্ন জায়গায় ডাঃ অভিরূপ বিশ্বাসের সঙ্গে সমাজসেবামূলক কাজ করি।”

অভিযোগকারিনীর আরও অভিযোগ, “কাজ করার বেশ কিছুদিন পর অভিরূপ আমাকে ফোন করে কু-প্রস্তাব দেন। এবং সদ্য বিবাহিত তাঁর স্ত্রীকে ডিভোর্স দিয়ে আমার সঙ্গে থাকবেন বলে জানান অভিরূপ। কিন্তু আমি সেই প্রস্তাবে রাজি হইনি।” আরও অভিযোগ, এরপর বাড়িতে লোক পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেয় গুণধর ডাক্তার অভিরূপ বিশ্বাস। এই ঘটনা জানাজানি হতে শোরগোল পরে গিয়েছে কল্যাণী শহরজুড়ে।

স্থানীয়রা জানান, কল্যাণীতে একটি নার্সিং হোম রয়েছে অভিরূপ বিশ্বাসের। পাশাপাশি কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে এমআরআই, সিটি স্ক্যানের একটি সেন্টারও রয়েছে অভিরূপের। ইতিমধ্যে এই ঘটনা জানাজানি হতেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে বিজেপি-তৃণমূলের মধ্যে।

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর পর করোনা পজিটিভ হরিয়ানার কৃষিমন্ত্রী

এই বিষয়ে বিজেপির কল্যাণী শহর বিজেপির মন্ডল সভাপতি বিশ্বরূপ কুলভি বলেন,” একটি অভিযোগ আমি শুনেছি। তবে এখানে দলের কেউ যুক্ত নন। পুরোপুরি তৃণমূলের চক্রান্ত। আমাদের বিজেপি দলকে কলুষিত করার জন্য বাইরের এক অশুভ শক্তি এই চক্রান্ত করছে।”

পাশাপাশি কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ মুখোপাধ্যায় বলেন, “ডাক্তার অভিরূপ বিশ্বাসের নামে অভিযোগের কথা আমি শুনেছি। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। যে মহিলা থানায় অভিযোগ জানিয়েছেন তিনি নিজে বিজেপি কর্মী। এটা গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার। নারীদের অসম্মান করা বিজেপির সংস্কৃতি। এছাড়া অভিযুক্ত ডাঃ অভিরূপের নামে নারী ঘটিত বহু অভিযোগ আমাদের কাছে রয়েছে। তার প্রমাণও রয়েছে। পুলিশ যেন অবিলম্বে এই ঘটনার তদন্ত শুরু করে। এবং দোষীর শাস্তির দাবি জানাচ্ছি।”

যদিও বহুবার অভিযুক্ত ডাক্তার অভিরূপ বিশ্বাসের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন তোলেননি। অভিযুক্ত অভিরূপের বাবা এলাকার প্রভাবশালী ডাক্তার হওয়ার সুবাদে পুলিশ অভিরূপের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ। পুলিশও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে।

Related Articles

Back to top button
Close