দিনহাটার সীমান্ত গ্রামে অগ্নিকান্ডে ভস্মীভূত একটি বাড়ির কয়েকটি ঘর

নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: দিনহাটার সীমান্ত গ্রামে অগ্নিকান্ডে ভস্মীভূত হল একটি বাড়ির কয়েকটি ঘর। বুধবার দিনহাটার দুই ব্লকের নাজিরহাটের শিকারপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাড়ির কয়েকটি ঘর ও ভিতরে থাকা আসবাবপত্র পুড়ে যায়। ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলেও জানা গিয়েছে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, এদিন দিনহাটার নাজিরহাটের শিকারপুর গ্রামের সুকারু বর্মন নামে জনৈক ব্যক্তির বাড়িতে হঠাৎই আগুন লেগে যায়। বাড়ির লোকজনদের চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে এবং তারা নানাভাবে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে দিনহাটা থেকে দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়।
বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুনে বাড়ির বেশ কয়েকটি ঘর এবং ঘরের আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ক্ষতির সঠিক পরিমাণ জানা না গেলেও কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও ঘটনা খতিয়ে দেখছে দমকলকর্মীরা। তবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক অনুমান।