পশ্চিমবঙ্গহেডলাইন
অন্ডালে পাম্পে দাঁড়িয়ে থাকা ট্যাঙ্কারে আগুন

জয়দেব লাহা, দুর্গাপুর: পাম্পে দাঁড়িয়ে থাকা তেল ট্যাঙ্কারে আগুন। বৃহঃস্পতিবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল অণ্ডাল থানার উখড়া এলাকায় একটি পেট্রোল পাম্পে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ওই পেট্রোল পাম্পে একটি তেল ট্যাঙ্কার দাঁড়িয়ে ছিলো। হঠাৎই ট্যাঙ্কারের ইঞ্জিনে আগুন লক্ষ্য করে পাম্পের কর্মীরা। তড়িঘড়ি তাঁরা দমকলে খবর দেয়। পাম্পের কর্মী জল দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ঘটনাস্থলে ইসিএল-এর জল ট্যাঙ্ক এসে যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর চেষ্টা চালাতে থাকে। বড়সড় দুর্ঘটনা এড়াতে রানিগঞ্জ থেকে দুটি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে।
উখড়া চেম্বার অফ কমার্সের যুগ্ম সম্পাদক শঙ্কর শর্মা বলেন, “উখড়া বাজার সহ এটি একটি ঘিঞ্জি এলাকা। এই এলাকায় কোনও অগ্নিকাণ্ড ঘটলে রাণীগঞ্জ ও দুর্গাপুর থেকে দমকলের ইঞ্জিন আসে। তাতে অনেক সময় লাগে। ততক্ষণে অগ্নিকাণ্ডে বেশ ক্ষয়ক্ষতি হয়ে যায়। আমরা এই এলাকায় দমকলের একটি স্টেশন করার দাবি দীর্ঘদিন ধরে করে আসছি। এদিনের ঘটনায় বড়সড় দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে।”তেল ট্যাঙ্কারে আগুন লাগার বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি পাম্প কর্তৃপক্ষ।