কাটোয়ায় চায়ের দোকানের গ্যাস সিলিন্ডারে আগুন, দগ্ধ হয়ে মৃত্যু দোকান মালিকের

নিজস্ব প্রতিনিধি, কাটোয়া: চায়ের দোকানের গ্যাস সিলিন্ডারে অগ্নিকাণ্ডের জেরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল দোকান মালিকের। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কাটোয়া থানার রায়পাড়া বাসস্ট্যান্ড এলাকায়। মৃতের নাম হাফিজুল শেখ(৪৮)। গুরুতর আহত হয়েছে তার ছেলে আনারুল শেখ(১৮)। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, রায়পাড়া বাসস্ট্যান্ডে ইটের দেওয়াল ও আ্যসবেসটসের ছাউনি দেওয়া হাফিজুল শেখের দোকান ঘর রয়েছে। হাফিজুল ও তার প্রতিবন্ধী ছেলে আনারুল দোকান চালাত। এদিন সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ ঘটনাটি ঘটে। চা করার সময় দোকানের গ্যাসের পাইপ লিক করে আগুন ধরে যায়। এরপর ক্রমশ সেই আগুন ছড়িয়ে গোটা দোকানে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও পরে দমকলের একটা ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু তার আগে আনারুল কোনওরকমে বেড়িয়ে আসতে পারলেও হাফিজুল দোকান থেকে বের হতে পারেননি। ফলে তিনি অগ্নিদগ্ধ হন। স্থানীয়রা বাবা ও ছেলেকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু তার আগেই মৃত্যু হয় হাফিজুল শেখের। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।