পশ্চিমবঙ্গহেডলাইন
দুর্গাপুরে রামবনবমীর পতাকা পোড়ানোর অভিযোগ, চাঞ্চল্য

জয়দেব লাহা, দুর্গাপুর: মহানবমীর সকালে গৈরিক পতাকা পড়ানোর অভিযোগে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর মেনগেট সংলগ্ন স্টিল পার্ক এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাল পুলিশ।
ঘটনায় জানা গেছে, নবরাত্রি উপলক্ষে দুর্গাপুর মেনগেট সংলগ্ন ১৩ নং ওয়ার্ডের স্টিল পার্ক এলাকায় গৈরিক পতাকা টাঙানো হয়েছিল। স্থানীয় বাসিন্দা রনতোষ রায় জানান,” রবিবার সকালে পবিত্র গৈরিক ওই পতাকা দন্ড সহ মাটি থেকে তুলে ফেলা হয়েছে। আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এধরনের ঘটনায় আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে মনে করি। বিষয়টি পুলিশে লিখিত অভিযোগ জানানো হয়েছে। অপরাধীদের তদন্ত করে গ্রেফতার ও শাস্তির দাবী জানিয়েছি।”
এদিকে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করে এলাকাবাসী।
স্থানীয় বিজেপি নেতা পঙ্কজ গুপ্তা জানান,” এধরনের কাজ যে বা যারাই করুক, তারা সমাজবিরোধী। ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করুক পুলিশ। এছাড়া এলাকায় সিসি ক্যামারা বসানোর দাবী জানাচ্ছি।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।