fbpx
ক্রিকেটখেলাদেশহেডলাইন

ফের করোনার মারণ থাবা ক্রীড়া জগতে, আক্রান্ত প্রাক্তন ক্রিকেটার

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ফের মারণ করোনা ভাইরাস থাবা বসালো ক্রীড়া জগতে। সূত্রের খবর, প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার চেতন চৌহান করোনা পজিটিভ। উপসর্গ দেখা দেওয়ায় শুক্রবারই তাঁর নমুনা কোভিড টেস্টে পাঠানো হয়েছিল। শনিবার তাঁর টেস্ট রেজাল্ট পজিটিভ এসেছে।

এদিকে করোনা নিশ্চিত হওয়ার পর লখনউয়ের সঞ্জয় গান্ধী পিজিআই হাসপাতালে ভর্তি করা হয় জাতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটারকে। চেতন চৌহানের সংক্রমণ ধরা পড়ায়, তাঁর পরিবারের সদস্যদেরও নমুনা গিয়েছে কোভিড টেস্টের জন্য। যদিও, রিপোর্ট এখনও আসেনি। তবে, পরিবারের প্রত্যেকে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে সূত্রের খবর।

 

উল্লেখ্য, এর আগে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি ও স্কটল্যান্ডের মাজিদ হক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দু-জনেই এখন সুস্থ। এই তিন প্রাক্তন ক্রিকেটার ছাড়া ইংল্যান্ড সফরের আগে গত মাসে পাকিস্তান দলের ১০ ক্রিকেটারের করোনা পজিটিভ ধরা পড়ে ৷
ভারতের হয়ে ৪০টি টেস্ট ও ৭টি একদিনের ম্যাচ খেলা চেতন দু’টি ফর্ম্যাটে যথাক্রমে ২০৮৪ ও ১৫৩ রান করেছেন ৷

 

খেলা ছাড়ার পর ৯০-এর দশকে তিনি লোকসভার সাংসদ নির্বাচিত হন। এখন উত্তরপ্রদেশের মন্ত্রী। প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া ও আর পি সিংহ টুইট করে চেতনের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Related Articles

Back to top button
Close