চিন ছেড়ে জার্মান জুতোর কোম্পানি আসতে চলেছে আগ্রায়
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনার জেরে চিন থেকে এক এক ব্যবসা গুটোতে চলেছে বিভিন্ন কোম্পানি। এবার চিন ছেড়ে জার্মান জুতোর কোম্পানি আসতে চলেছে আগ্রায়। এই সব কোম্পানিগুলিকে ভারতে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভন ওয়েলেক্স এবং ল্যাকট্রিক ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের কোলাবরেশনে আগ্রায় এই প্রোডাকশন ইউনিটটি নির্মিত হবে। ২০১৯ থেকে ভন ওয়েলেক্সের জুতো ভারতের বাজারে পাওয়া যায়। দু-বছরের মধ্যে পূর্ণ ক্ষমতায় উত্পাদন শুরু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: আজ কেন্দ্রীয় ক্যাবিনেটের বৈঠক, করোনা ও আম্ফান নিয়ে আলোচনার সম্ভাবনা
বিদেশি বিনিয়োগ টানতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন বলে জানা গিয়েছে। জার্মান জুতো কোম্পানি ভন ওয়েলেক্স তাদের গোটা প্রোডাকশন ইউনিটটি আগ্রায় নিয়ে আসছে বলে খবর। আগ্রায় প্রোডাকশন ইউনিট তৈরি করতে প্রাথমিক ভাবে ১১০ কোটি টাকা ভন ওয়েলেক্স বিনিয়োগ করবে বলে জানা গিয়েছে। এখানে বছরে ৩০ লক্ষ জোড়া জুতো তৈরি হবে। উত্তরপ্রদেশ বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ দিয়েছে বলে কোম্পানির তরফে জানানো হয়েছে।