fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণহেডলাইন

ধর্ষণের পর তরুণীকে পুড়িয়ে হত্যা, প্রতিবাদে ফুঁসছে আলজেরিয়া

আলজিয়ার্স, (সংবাদ সংস্থা): চলতি মাসের শুরুতে এক তরুণীকে অপহরণ, ধর্ষণের পর পুড়িয়ে হত্যা করার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে আলজেরিয়া। নারীদের প্রতি সহিংসতা রুখতে রাস্তায় নেমে এসেছে দেশের একাধিক শহরে কয়েক হাজার মানুষ। চলছে প্রতিবাদ-বিক্ষোভ।
এই বিক্ষোভের মাধ্যমে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে এ বিক্ষোভের প্রতীক হয়ে উঠেছেন সাইমা। তাঁর নামে প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন এবং স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। আলজিয়ার্স, ওরানসহ একাধিক শহরের রাস্তায়  নারীদের সঙ্গে যোগ দিয়েছে পুরুষরাও। শুধু রাস্তায় নেমে আসা নয়, সোশ্যাল মিডিয়াতেও ‘আই এম সাইমা’ হ্যাশট্যাগ দিয়ে প্রতিবাদ চালাচ্ছেন অ্যাক্টিভিস্টরা। তারা নারীদের প্রতি সহিংসতার জন্য সরকারকে দায়ী করছেন। এমনকি, চলমান বিক্ষোভে বাধা দেওয়ার জন্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ এনেছেন আন্দোলনকারীরা।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে রাজধানী আলজিয়ার্স থেকে ৮০ কিলোমিটার পূর্বে থেনিয়া এলাকায়  এক ১৯-এর  তরুণীর উপর নরকীয় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, একটি নির্জন পেট্রোল স্টেশন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এরপর এই ঘটনায় অভিযুক্ত হিসাবে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। ওই তরুণীকে  ধর্ষণ ও হত্যার অভিযোগ স্বীকার করেছে সে। ২০১৬ সালেও তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ করেছিল ভুক্তভোগীর পরিবার।

Related Articles

Back to top button
Close