বিশেষ বিমানে নামিবিয়া থেকে ভারতে আসছে চিতার দল, জন্মদিনে ছাড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: বিশেষ বিমানে করে নামিবিয়া থেকে ভারতে আসছে একদল চিতা। মধ্যপ্রদেশের বন দফতরের একজন কর্মকর্তার দেওয়া তথ্যানুসারে, আটটি চিতাকে নামিবিয়া থেকে আনা হচ্ছে ভারতে। চিতাগুলোর স্বাস্থ্যের কথা ভেবেই তাদের ক্ষুধার্ত রাখা হয়েছে।
মধ্যপ্রদেশের বনদফরের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, বলেছেন, চিতাদের ভারতে উড়িয়ে আনা হচ্ছে, তাদের কিছুই খেতে দেওয়া হচ্ছে না। ভারতে চিতার পুনরায় প্রবেশ ঘটানো ও সংখ্যা বাড়ানোই এভাবে চিতাগুলো নিয়ে আসার মূল উদ্দেশ্য। চিতাদের বিমানে করে উড়িয়ে নিয়ে আসার সময় তাদের বমি করার আশঙ্কা থাকে। খাবার খেলে বমির আশঙ্কা আরো বেড়ে যায়। তাতে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই তাদের অভুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উচ্চপদস্থ একজন কর্মকর্তা জানিয়েছেন, মোট আটটি চিতাকে নামিবিয়া থেকে প্রথমে রাজস্থানের জয়পুরে আনা হবে। এরপর আরো ১ ঘণ্টার আকাশপথে যাত্রার মাধ্যমে তাদের পৌঁছে দেওয়া হবে ভোপালের কুনো পালপুর জাতীয় উদ্যানে। প্রাণীদের স্বাস্থ্যরক্ষার জন্যই সতর্কতা হিসেবে খাবার না খাইয়েই যাত্রা শুরু করা হয়।
১৭ সেপ্টেম্বর রাজস্থানের রাজধানীতে কার্গো জেটের মাধ্যমে চিতাগুলোকে আনা হবে সকাল ৬ টা থেকে ৭টার মধ্যে। এরপর তাদের চাপানো হবে চপারে ও নিয়ে যাওয়া হবে ভোপালের কুনো পালপুর জাতীয় উদ্যানে।
চিতা বিলুপ্ত হওয়ার ৭০ বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৭ সেপেম্বর তিনটি চিতাকে কোয়ারেন্টিনে মুক্ত করবেন। ওইদিনই আবার প্রধানমন্ত্রীর জন্মদিন। মধ্যপ্রদেশের বন কর্মকর্তাদের মতে, প্রথম একমাস চিতাগুলোকে ছোট এনক্লোজারে রাখা হবে। একমাস পরে তাদের সরানো হবে বড় ঘেরাটোপে। প্রাণীগুলোকে স্থানান্তরের আগে ও পরে একমাস করে ছোট এনক্লোজারে কোয়ারেন্টিনে নির্দিষ্ট রুটিন মেনে রাখার নিয়ম রয়েছে।